জেলা

‘বিজেপির ক্ষমা চাওয়া উচিত’, খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের

খালিস্তানি মন্তব্য বিতর্কে বিজেপির সমালোচনায় সরব হলেন অধীররঞ্জন চৌধুরী ৷ বুধবার লোকসভায় কংগ্রেসের দলনেতা এই মন্তব্য়ের নিন্দা করেছেন ৷ বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘তারা বাংলার সংস্কৃতি সম্পর্কে সচেতন নয় ৷’’ তাঁর আরও দাবি, এই নিয়ে বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ৷ এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরাও যেতে চেয়েছিলাম সন্দেশখালি এবং আমাদের যেতে দেওয়া হয়নি । এর মানে এই নয় যে কোনও অফিসারকে তাঁর ধর্মের ভিত্তিতে টার্গেট করা উচিত… আইপিএস জসপ্রীত সিং অবশ্যই অপমানিত বোধ করছেন এই ধরনের কটূক্তির পরে… কংগ্রেসও বাংলার পুলিশের সমালোচনা করে ৷ কিন্তু আমরা এমন মন্তব্য করি না ৷ এর জন্য বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত… ৷” এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র ৷ পুলিশ আধিকারিক জসপ্রীত সিং ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মধ্য়ে বচসার ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “এটা হচ্ছে খালিস্তানি – আপনারা কি বিজেপির নোংরা মুখ ও মনের পরিচয় পেলেন ? এটাই বিজেপির সত্য । কোন ভুল নয় ৷ আসুন আমরা এই ঘৃণাকে উপড়ে ফেলার ডাক দিই এবং শিখ সম্প্রদায়ের পক্ষে দাঁড়াই, যারা ভারতের গর্ব ।’’