খালিস্তানি মন্তব্যের জেরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। বুধবার সকাল থেকেই বিজেপির কলকাতার প্রধান কার্যালয় মুরলিধর সেন লেনের কাছে প্রতিবাদ ও বিক্ষোভ দেখায় শিখ সম্প্রদায়ের মানুষরা। তাঁদের দাবি, অবিলম্বে এবিষয়ে ক্ষমা চাইতে হবে বিজেপি নেতাদের। নাহলে আগামীদিনে বিক্ষোভ আরও চরম আকার ধারণ করবে। মঙ্গলবার সন্দেশখালিতে শুভেন্দু, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল যায়। ধামাখালিতে কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিক জশপ্রীত সিংয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, বাদানুবাদ চলাকালীন শুভেন্দু কর্তব্যরত জশপ্রীত সিংকে “খালিস্থানি” বলেন। যার তীব্র প্রতিবাদ করেন ওই আধিকারিক। ভাইরাল হয় ভিডিও।