বিনোদন

আদিপুরুষের প্রদর্শন বন্ধ করতে এবং ওম রাউত- মনোজের বিরুদ্ধে এফআইআরের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিল AICWA

পরিচালকের ওম রাউতের আদিপুরুষ নিয়ে বিতর্ক অব্যাহত। প্রভাস, সইফ আলি খান এবং কৃতি শ্যনন অভিনীত অদিপুরুষের চিত্রনাট্যে এমন কিছু সংলাপ রয়েছে, যার বিরোধিতায় সরব বেশ কিছু সংগঠন। আদিপুরুষের স্ক্রিনিং শুরু হলে মহারাস্ট্র, জম্মু সহ দেশের একাধিক রাজ্যে বেশ কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। সোমবার জম্মুতে আদিপুরুষের স্ক্রিনিং বন্ধ করতে হবে বলে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনি কুশপুতুলও পোড়ানো হয়। সবকিছু মিলিয়ে আদিপুরুষ নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে ক্ষোভ, বিক্ষোভের পালা অব্যাহত। এবার প্রভাসের ছবি নিয়ে মুখ খুলল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন।  আদিপুরুষের বিরুদ্ধে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। আদিপুরুষের প্রদর্শন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। পাশাপাশি  সিনেমা হলের সঙ্গে ওটিটি প্ল্য়াটফর্মেও যাতে আদিপুরুষের প্রদর্শন বন্ধ হয়, সেই দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।