ঐতিহাসিকদের মতে, পশ্চিমবঙ্গ দিবসের তারিখটি মোটেই আনন্দের দিন নয়, বরং, বাংলারই অন্য একটি দুঃখজনক ইতিহাসের সাথে জড়িত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও পালিত হল ‘পশ্চিমবঙ্গ ফাউন্ডেশন ডে’ ৷ পদ্ম শিবিরের তথাকথিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি ৷ মঙ্গলবার রাজভবনে সাংস্কৃতিক দিবসের মাধ্যমে পালিত হল এই বিশেষ দিন ৷ তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার টুইট করে রাজ্যবাসীকে ‘ফাউন্ডেশন ডে’র শুভেচ্ছা জানিয়ে ছিলেন৷ এদিনের ফাউন্ডেশন ডে-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ উল্লেখ্য, এই দিবস পালন না করার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরপর একটি চিঠিও পাঠিয়েছিলেন তিনি। তারপরেও আজ পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা করার দিন হিসেবে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যপালের বাসভবনে। আর, এই উৎসব ঘিরে যেমন রাজনৈতিক বা প্রশাসনিক টানাপোড়েন নজরে আসছে, তেমনই উঠে এসেছে ঐতিহাসিক দিনক্ষণ নিয়ে বিতর্কিত চাপানউতোরও।