অবশেষে উদ্বেগের অবসান ঘটিয়ে তিন মাস পর একাই দিল্লি থেকে বেঙ্গালুরুতে মায়ের কাছে ফিরল বিহান শর্মা। ‘স্পেশাল ক্যাটাগরি’ টিকিটের যাত্রী বিহান ঠিকমতোই এল মায়ের কাছে। তাকে বুকে টেনে নিলেন মা। সাংবাদিকদের জানালেন, আমার ৫ বছরের ছেলে বিহান একা দিল্লি থেকে ফিরেছে বিমানে। হলুদ রং-এর টি শার্ট সঙ্গে রং ম্যাচ করানো মাস্ক, নীল গ্লাভসে বিহানও খুশি আজ মা-এর কাছে ফিরে। আচমকা মার্চের শেষ সপ্তাহে লকডাউন ঘোষণার জেরে চরম বিপাকে পড়েন নিজের শহর থেকে দেশের অন্যত্র যাওয়া মানুষজন। পরিবহণ স্তব্ধ হওয়ায় অন্য শহরে গিয়ে বিহানের মতো আটকে পড়েন তাঁরা। রবিবার সকাল ৯টা পর্যন্ত বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেছে ৫টি ফ্লাইট। ১৭টি বিমান রওনা হয় বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।