মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরেই বদলি হয়ে গেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। তাঁকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও পদে স্থানান্তরিত করা হল । তাঁর বদলে পুরুলিয়ার জেলাশাসক পদে আসছেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দ । এদিন একই সঙ্গে বদলি করা হয়েছে রাজ্যের আরও ২৪ জন অফিসারকে । প্রসঙ্গত, গত বছর মে মাসে পুরুলিয়ার জেলাশাসক পদে বসেন রাহুল মজুমদার । তারপর থেকেই জেলার দায়িত্ব সামলেছেন । গত ৩০ মে পুরুলিয়া সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলাশাসকের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন । জেলাশাসক রাহুলকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী ।