গ্রুপ ডি-র পর চাকরি বাতিল নবম-দশমের। ৬১৮ সুপারিশ বাতিলের তালিকা প্রকাশ করল এসএসসি। নবম দশম শিক্ষক নিয়োগে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।এদের মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করছে কমিশন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে ‘ভুল’ সুপারিশ খুঁজে তালিকা প্রকাশ করে এসএসসি। ৯৫২ বিকৃত OMR শিট তথ্য সামনে আসে। ৮০৫ জনের সুপারিশ চিহ্নিতকরণ হয়। সোমবার ৬১৮ সুপারিশ তালিকা প্রকাশ হয়। নিয়োগে অনিয়মের অভিযোগে জেলায় ৪০ জনেরও বেশি গ্রুপ ডি কর্মীর চাকরি বরখাস্ত হয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশনের তরফ থেকে গত শুক্রবার চাকরি বাতিল হওয়া কর্মীদের নামের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চাকরি বাতিলের তালিকায় রয়েছে রাজ্যের ১৯১১ জনের নাম। শুধু বালুরঘাট জেলারই প্রায় ৪২ জন গ্রুপ ডি কর্মীর নাম রয়েছে।