দেশ

হিন্ডেনবার্গ রিপোর্টের জের, সুপ্রিমকোর্টের পরামর্শ মেনে কমিটি নিয়োগে রাজি মোদি সরকার

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কার্যত ব্যাকফুটে মোদি সরকার। আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকার এবং সেবিকে। এবার এই মামলায় সুপ্রিম নির্দেশ মেনে নিল কেন্দ্র। জানানো হল, নিয়মাবলি কঠোর করার জন্য কমিটি গঠন করতে তারা রাজি। আদানি গোষ্ঠীর তরফে অভিযোগ অস্বীকার করা হলেও, বিরোধী থেকে শুরু করে বিভিন্ন মহলে এই নিয়ে তদন্তের দাবি উঠেছে। এই বিষয়ে হওয়া জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কমিটি নিয়োগের কথা বলেছে। সোমবার তাতে সম্মতি দিয়েছে কেন্দ্র । এই কমিটি গড়ার একটাই উদ্দেশ্য, দেশে এই সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতাকে আরও জোরদার করে তোলা। তবে এটাও বলা হয়েছে, এই কমিটির জন্য যে প্যানেল গড়া হবে, তা খুবই নির্দিষ্ট হতে হবে, যাতে করে তা অর্থ এবং বিনিয়োগ প্রবাহকে ব্যাহত না করে।  শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের সামনে বক্তব্য রাখেন, ভবিষ্যতে কিভাবে বিনিয়োগকারীদের সুরক্ষিত করা যায় এবং সেবি পরিস্থিতি মোকাবেলা করতে কিভাবে সক্ষম হবে, তা নিশ্চিত করার জন্য কমিটি নিয়োগ করতে সরকারের কোনও আপত্তি নেই।