হোলিতে দেশের রাজধানী শহরে মর্মান্তিক দুর্ঘটনা। হোলির খেলা চলাকালীনে বিদ্যুৎ-এর তারে জল লেগে বড় দুর্ঘটনা। পূর্ব দিল্লির পাণ্ডব নগরের এক বাড়ির ছাদে সপরিবারে জমিয়ে হোলি খেলা চলছিল। রঙের খেলা যখন জমে উঠেছে তখন ছাদ থেকে নিচে কেউ জল ফেলতে যায়। সেই জলের কিছুটা অংশ ছাদের পাশেই থাকা হাইটেনশন তারে গিয়ে লাগে। এরপরেই হাই টেনশন তার থেকে আগুন লেগে তা ট্রান্সমিটারে যায়, এবং বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এক মহিলা, তিন শিশু সহ সেই বাড়ির মোট সাতজন গুরুতর জখম অবস্থায় দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের আশঙ্কা অবস্থাজনক। হাই টেনশন তারে আগুন লাগার পর তা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।