অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের উড়ান-বিতর্কের পর জারি করা নির্দেশিকা সংশোধন করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। আগের ঘোষণা থেকে কিছুটা সরে এসে এবার বলা হল, যাত্রীবাহী বিমানে ছবি তোলায় মানা থাকছে না। কিন্তু যন্ত্রপাতি সহযোগে বিমানের ভিতর ভিডিও শ্যুট কোনওভাবে বরদাস্ত করা হবে না। রবিবার সংস্থার প্রধান এ বিষয়ে একটি সংশোধনী জারি করেন। সেখানে তিনি সাফ জানান, ভিডিও রেকর্ডের অনুমতি দেওয়া হলে তা বিমানের যাত্রীস্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সুরক্ষাবিধি লঙ্ঘন করতে পারে। শুক্রবার চণ্ডীগড় থেকে মুম্বইয়ে আসার পথে কঙ্গনা রানাওয়াতকে ধাওয়া করে বিমানে উঠে পড়েন একদল সাংবাদিক। হুড়োহুড়ি করে অভিনেত্রীর সঙ্গে কথা বলা ও ছবি তোলার চেষ্টা করেন তাঁরা। এরপরই ডিজিসিএ জানায়, বিমানের মধ্যে ছবি তোলা কিংবা ভিডিও করা নিষিদ্ধ। পরের বার এমন অভিযোগ সামনে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।