জেলা

নন্দীগ্রামের পর এবার তমলুকেও জারি ১৪৪ ধারা

ভোটগ্রহণ পর্বের মাত্র এক দিন আগে এবার তমলুকেও জারি করা হল ১৪৪ ধারা। সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলাশাসক স্মিতা পান্ডে। আগেই নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। এদিন জেলাশাসক জানান, ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রামে। পাশাপাশি জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ১ এপ্রিল। জেলার প্রতিটি বুথে ৪ জন জওয়ান এবং একজন করে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বুধবার সকাল থেকেই নন্দীগ্রামের আকাশে হেলিকপ্টার উড়ছে। নন্দীগ্রাম ঢোকার মুখ-সসহ জেলার অন্যান্য এলাকায় নাকা চেকিং করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবারই থানার সামনে আক্রান্ত হয়েছিলেন তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। প্রতিবাদে ভোররাত পর্যন্ত থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। রাতভর প্রবল উত্তেজনা তমলুক থানা চত্বরে। বুধবার সকালে আহত বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে তমলুক জেলা হাসপাতালে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তায় ছিল কমিশন। আর তাই ভোটের আগে তমলুকেও জারি করা হল ১৪৪ ধারা। এদিন জেলাশাসক জানান, জেলার মোট ৩২১০টি বুথে ভোটগ্রহণ হবে।