সলমন খানের পর এবার ‘ভিক্যাট’ । খুনের হুমকি পেলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে খুনের হুমকি দেওয়ার অপরাধে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল মুম্বই পুলিশের ৷ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পরপরই হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউডের ভাইজান সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া হয় ৷ যার জেরে সম্প্রতি মুম্বই পুলিশের কাছে বন্দুকের লাইসেন্সের জন্যও আবেদন করেছেন অভিনেতাকে ৷ আর এবার এই ঘটনা ঘটল ভিকি-ক্যাটরিনার সঙ্গেও ৷ পুলিশ জানিয়েছে, ‘ভিক্যাট’-কে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে ইনস্টাগ্রাম থেকে ৷ ইনস্টাগ্রামে ক্যাটরিনাকে স্টক করছিল অভিযুক্ত ৷ পরবর্তীতে পাঠানো হয় হুমকি বার্তাও ৷ স্বভাবতই অভিযুক্তের বিরুদ্ধে আইটি আইনের অধীনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ ৷