সোমবার সকালে উত্তরপ্রদেশের লখনউ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে বারাবাকির পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্ততপক্ষে ৮ জনের, আহত ১৩৷ দুর্ঘটনাটি ঘটেছে বারাবকির পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷ বারাবাঁকির মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি কর্মকর্তাদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন ।