প্রায় দেড় মাস পর সোমবার অর্থাৎ ১০ জুন থেকে স্কুল খুলছে পড়ুয়াদের জন্য। যদিও ৩ তারিখ থেকে স্কুলে যাওয়া শুরু করেছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কিন্তু সরকারি নির্দেশিকার জন্য ওই দিন থেকে পড়াশোনা শুরু হয়নি। স্কুলের পড়াশুনা শুরু হচ্ছে সোমবার থেকে। গরমের ছুটির পরেই প্রায় সব স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একাদশ শ্রেণির জন্য স্কুল খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ শিক্ষক-শিক্ষিকাদের কথায় সেপ্টেম্বর মাসেই প্রথম সেমিস্টার। তাই সিলেবাস শেষ করা কঠিন হয়ে যেত। অন্যদিকে গরমের ছুটিতে সামার প্রজেক্টের নামে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল শহর কলকাতার একাধিক স্কুলে। কোথাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে ক্লাস এসে হয়েছিল। আবার কিছু স্কুলে দেখানো হয়েছিল সিনেমা। সেই সব প্রজেক্ট এই গরমের ছুটির পর জমা দিতে হবে পড়ুয়াদেরকে।