দেশ

কুস্তিগীরদের বিতর্কের পর এবার বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অবৈধ খনির সঙ্গে যোগের অভিযোগ

কুস্তিগীরদের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার নয়া অভিযোগ বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। বিজেপি সাংসদের বিরুদ্ধে অবৈধ বালি খাদানের সঙ্গে যোগ রয়ছে, এমন মামলা দায়ের করা হয়েছে গ্রিন কোর্টের তরফে। দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের তরফে ব্রিজ ভূষণের বিরুদ্ধে একটি যৌথ কমিটি তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় অবৈধ বালি খাদানের সঙ্গে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নাম জড়িয়েছে বলে অভিযোগ। সরযূ নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা রফতানি করছে ব্রিজ ভূষণ শরণ সিং কোম্পানি। গোন্ডায় ব্রিজ ভূষণের যে কোম্পানি রয়েছে, সেখান থেকেই অবৈধ বালি খাদানের কাজ চলছে বলে অভিযোগ। প্রসঙ্গত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করা হয়েছে। এমন অভিযোগে দিল্লির রাস্তায় বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন কুস্তিগীররা। যা নিয়ে তোলপাড় প্রায় গোটা দেশ। এসবের মাঝে  এবার ব্রিজ ভূষণ শরণ সিংয়ের কোম্পানির বিরুদ্ধে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছে।