জেলা

ফের ৭ দিনের সিবিআই হেফাজত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের

আবারও হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। তাঁকে ৭ দিনের সিবিআই হেফাজত হয়েছে। শুক্রবার তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারপতি। উল্লেখ্য, গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত সায়গল। গত ৬ জুন পঞ্চমবার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার সায়গল হোসেনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সায়গল হোসেনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এমনকি যা তথ্য পাওয়া গিয়েছে তাও খতিয়ে দেখার বাকি আছে।