কলকাতা

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও শুভেন্দুর মামলা হাইকোর্টে, দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশনও

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবারও জোড়া মামলা এদিন অর্থাৎ বৃহস্পতিবার দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। একটি মামলা দায়ের করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অপরটি দায়ের করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। শুভেন্দুর দাবি, আদালতের নির্দেশ মানছে না কমিশন। অন্যদিকে কমিশনের মামলা মূলত স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে দেওয়া নির্দেশের পুনর্মূল্যায়ণের আর্জি। কার্যত এই জোড়া মামলার জেরে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে না গেলেও তার প্রকৃতি অনেকটাই নির্ধাতির হয়ে যেতে পারে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল গত মঙ্গলবার তা মানছে না রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সেই রায়ের ব্যাখাও এদিন চাইছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। তাই কলকাতা হাইকোর্টে কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার দাবি জানাতে চলেছেন তিনি। গত মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশের সংখ্যা কম থাকবে সেখানেও ধীরে ধীরে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে ভোটকর্মীদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশ, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে। নির্বিঘ্নে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার সব দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। উলটে এদিনই তাঁরা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চলেছে। কমিশনের এই অবস্থানের বিরুদ্ধেই আদালতে যাচ্ছেন শুভেন্দু। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ‘রিভিশন অ্যাপ্লিকেশন’ জমা দেবে। রায়ে স্পর্শকাতর একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি কমিশনকে বিবেচনা করতে বলা হবে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যের ২২টি জেলার ২০টি জেলা পরিষদের ৯২৮টি জেলা পরিষদ আসনে, ৩৪৩টি ব্লকের ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট গ্রহণ করা হবে। এদিনই এই সব আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। আর এদিনই সেই ভোট নিয়ে জোড়া মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। বিজেপি ও কমিশন দুই সূত্রেই খবর, প্রয়োজনে মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টেও(Supreme Court)।