দেশ

মধ্যপ্রদেশে ভাঙন শুরু বিজেপিতে, কংগ্রেসে যোগ দিলেন সিন্ধিয়া ঘনিষ্ঠ নেতা

ভোটমুখী মধ্যপ্রদেশে ভাঙন শুরু হল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা বৈজনাথ সিং। বুধবার ৪০০ গাড়ির কনভয় নিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে ৩০০ কিলোমিটার দূরে ভোপালে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। শুধু বৈজনাথ একা নন, তাঁর সঙ্গে হাত শিবিরে যোগ দিয়েছেন বিজেপির ১৫ জন জেলা স্তরের নেতা। দলে তাঁদেরকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কমল নাথ এবং দিগ্বিজয় সিং। উল্লেখ্য ২০২০ সালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছেড়েছিলেন বৈজনাথ। সে বছর মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্দরে বিদ্রোহের জেরে বিজেপি ক্ষমতায় এসেছিল। সেই সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছাড়েন অনেক বিধায়ক। বিজেপিতে যোগ দিয়ে বর্তমানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে কাজ করছেন সিন্ধিয়া। বুধবার শিবপুরী থেকে ভোপালের উদ্দেশে যাওয়ার সময় বৈজনাথ সিং ৪০০ গাড়ির কনভয় নিয়ে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ৪০০ গাড়ির কনভয়ের যাত্রাপথে সাইরেন বাজানো হচ্ছে। মানুষজনকে পাশ থেকে ছবি তুলতেও দেখা যায়।