কলকাতা

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা ও বারসতে বিক্ষোভ মিছিল বাম সংগঠন গুলির

আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে উত্তপ্ত রাজনৈতির মহল ৷ মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার বারসতে দফায় দফায় বিক্ষোভ দেখাল সিপিএম ও শ্রমিক সংগঠন সিটু ৷ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলাশাসক দফতরের অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি বাঁধল বারাসতে। কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএনএস, আইএনটিইউসি, ইউটিইউসি’র নেতৃবৃন্দ। আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিল করলেন শ্রমিক-কর্মচারীরা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী, পুলিশ মন্ত্রীর তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন তাঁরা। একই সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি করা হয়েছে । সর্বোপরি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, শিল্প ও পেশাভিত্তিক ফেডারেশনসমূহের যৌথমঞ্চের নেতৃবৃন্দর বক্তব্য, “কর্মস্থলে মহিলাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যেভাবে তাঁর কর্মস্থলে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তা কার্যত নজিরবিহীন! এই ন্যক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীরা বিকাল পাঁচটায় ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিলে শামিল হন।”