দেশ

কেন্দ্রীয় বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ, অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার

‘অগ্নিবীর’ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল পোস্টে থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। পাশাপাশি, শারীরিক দক্ষতার পরীক্ষার ক্ষেত্রেও তাঁদের ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে সেনার তরফে অবশ্য এখনও কিছু বলা হয়নি। ১১ জুলাই অগ্নিবীর ইস্যুতে মুখ খোলেন বিএসএফের ডিজি নিতিন আগরওয়াল এবং সিআইএসএফের ডিজি মীনা সিং। তাঁরা জানান, প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় আধা সেনায় থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। এদিনের সাংবাদিক বৈঠকে বিএসএফের ডিজি আগরওয়াল বলেন, ‘আমরা প্রশিক্ষত সৈনিক পেতে চলেছি। এর চেয়ে আর কিছু ভালো হতে পারে না। এতে সমস্ত বাহিনীরই সুবিধা হবে।’ অন্যদিকে এদিন সিআইএসএফের ডিজি জানান, ‘প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক দক্ষতার পরীক্ষায় ছাড় দেওয়া হবে। এব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।’