চিনে আতঙ্ক ধরিয়েছে কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ৭। বিএফ৭-এর আতঙ্কের আবহেই চিন ফেরত আগ্রার এক ব্যবসায়ীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ ২৩ ডিসেম্বর তিনি দেশে ফেরেন ৷ রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ নিভৃতবাসে রয়েছেন ওই ব্যক্তি ৷ জানা গেছে, গত ২৩ ডিসেম্বর চিন থেকে আগ্রার সাহাগঞ্জে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর করোনা ভাইরাস পরীক্ষা করান একটি বেসরকারি ল্যাবে। আজ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, রেজাল্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে Rapid Response-এর দল মোতায়েন করা হয়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে আগ্রার চিফ মেডিক্যাল অফিসার অরুণ শ্রীবাস্তব জানান, অনেকেই বছরের শেষ দিকে ব্যবসার কারণে ভ্রমণ করেন। এইসব মানুষ ফিরে এলে তাঁদের মনিটর করা হবে। এদিকে সংক্রমিত ব্যক্তির বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর সংস্পর্শে কেউ এসেছিলেন কি না le খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছ। সংক্রমিত ব্যক্তির চিকিৎসা চলছে।