দেশ

আজ ৪৫ মিনিট বন্ধ থাকবে আহমেদাবাদের এয়ারস্পেস

আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে। টানটান এই ফাইনাল ম্যাচের উত্তেজনায় এখন কাঁপছে গোটা দেশ। ফাইনাল উপলক্ষে দর্শকদের মনোরঞ্জনের জন্য বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনই রয়েছে ভারতীয় বায়ুসেনার বিশেষ এয়ার শো। এই কারণেই বিশ্বকাপের আগে ৪৫মিনিট আহমেদাবাদের আকাশপথে সমস্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ১টা ২৫ থেকে ২ টো ১০ অবধি আহমেদাবাদের এয়ারস্পেস বন্ধ থাকবে বলে জানিয়েছে সর্দর বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।