দেশ

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, কেরলের তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ

ফের বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান । মাঝ আকাশেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার ফলে দুবাইগামী বিমানকে জরুরি অবতরণ করানো হল কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে। সঠিক সময়ে যদি যান্ত্রিক ত্রুটি ধরা না যেত, তবে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করা করা হচ্ছে।  জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা ১৮ নাগাদ তিরুবনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়া বিমানটি । তবে মাঝ আকাশে বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন চালক। সঙ্গে সঙ্গে তিনি বিমান ঘুরিয়ে তিরুবনন্তপুরমে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিকেল ৪টে নাগাদ সুরক্ষিতভাবে যাত্রী বোঝাই এয়ার ইন্ডিয়া বিমানটির জরুরি অবতারণ ঘটে। এদিকে, মাঝপথ থেকে বিমান ফিরে আসায় সমস্যায় পড়েন যাত্রীরা। সংস্থার তরফে যাত্রীদের জন্যে অপর একটি বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ের পথে রওনা দিয়েছে সেই বিমান। আর ত্রুটি সম্পন্ন বিমানটি পর্যবেক্ষণের জন্যে পাঠানো হয়েছে বলে খবর।