দেশ

এয়ার ইন্ডিয়ায় মাঝ আকশে যাত্রীর অশালীন আচরণ, বিমান সেবিকার শ্লীলতাহানি

মাঝ আকাশে যত গণ্ডগোল। বিমানের মধ্যে কখনও যাত্রীর ধূমপান তো আবার কখনও বিমান সেবিকাদের সঙ্গে অশ্লীল আচরণ, সহ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বিমানের সিটে প্রস্রাব নানা কাণ্ড ঘটে গিয়েছে আকাশ পথে। অভিযুক্তরা নিজেদের অপরাধের জন্যে উপযুক্ত শাস্তিও পেয়েছেন। আবারও এক যাত্রীর বিরুদ্ধে উঠল বিমানের মধ্যে অশালীন আচরণ করার অভিযোগ। গত ২৯ মে এয়ার ইন্ডিয়া (AI 882) বিমানের এক যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়া মুখপত্র একটি বিবৃতি প্রকাশ করে জানায়, মাঝ আকাশে বিমান সেবিকাদের সঙ্গে অভব্য ভাষায় কথা বলেন ওই যাত্রী। এখানেই শেষ নয়। তাঁদের মধ্যে এক বিমান সেবিকাকে অশ্লীলভাবে স্পর্শও করার চেষ্টা করেন তিনি। দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া বিমানটি অবতারণ করতেই অভিযুক্ত যাত্রীকে বিমান নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।