বিমান দুর্ঘটনায় আরও 25 লক্ষ টাকা দেবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ এর আগে দুর্ঘটনার দিনই টাটা গ্রুপের তরফে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ৷ শনিবার বিমান সংস্থা এই বিপর্যয়ে মৃতের পাশাপাশি বেঁচে যাওয়া ব্যক্তিদের এই টাকা দেওয়ার কথা জানিয়েছে ৷ শনিবার বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সোশাল মিডিয়ায় জানায়, “সাম্প্রতিক দুর্ঘটনায় মৃত যাত্রীদের পরিবারগুলির পাশে রয়েছে এয়ার ইন্ডিয়া ৷ এই সঙ্কটকালে আমাদের দল যেভাবে সাহায্য করা সম্ভব, সেই সবকিছু করে চলেছে ৷ এয়ার ইন্ডিয়া অবিলম্বে এই দুর্ঘটনায় মৃত ও জীবিত প্রত্যেক পরিবারকে 25 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 21 হাজার জিবিপি (গ্রেট ব্রিটেন পাউন্ড) আর্থিক সাহায্য করবে ৷ টাটা সনস ইতিমধ্যে ঘোষণা করেছে এক কোটি টাকা বা প্রায় 85 হাজার জিবিপি অর্থ দেওয়ার কথা জানিয়েছে ৷ এর সঙ্গে এই টাকাও দেওয়া হবে ৷ এই দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া-র সকলেই শোকাহত ৷” গত বৃহস্পতিবার, 12 জুন দুপুর 1.39 মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-171 বিমান ৷ উড়ানের কিছুক্ষণ পরেই সেটি বিমান বন্দরের চৌহদ্দির বাইরে মেঘানিনগরের লোকালয়ে ডাক্তারি পড়ুয়াদের হস্টেল এবং রেসিডেনশিয়াল চিকিৎসকদের আবাসনের উপর ভেঙে পড়ে ৷এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জন ওই সময়ই প্রাণ হারান ৷ একজন ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ এমার্জেন্সি এগজিটের কাছে 11এ নম্বর আসনে বসেছিলেন ৷ তিনিই শুধু এই ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে থাকা যাত্রী ৷ এখন তিনি আমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ৷ বিমানের যাত্রী ছাড়াও আরও 33 জনের মৃত্যু হয়েছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 274 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বিমান দুর্ঘটনার পর এদিনই প্রথম কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু সাংবাদিক বৈঠক করেন ৷ তিনি জানান, ভারতে 34টি বোয়িং 787 বিমান রয়েছে ৷ ইতিমধ্যে 8টি পরীক্ষা করা হয়েছে ৷ বাকিগুলিও ভালোভাবে পরীক্ষা করা হবে ৷ পাশাপাশি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন তিনি ৷ ওই কমিটি তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দেবে ৷


