দেশ

ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং

এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।  ১৯৮৪ সালের ডিসেম্বর মাসে তাঁর চাকরিজীবন শুরু হয়েছিল। সিনিয়রিটির ভিত্তিতে তিনি পরবর্তী বায়ুসেনা প্রধান। ফাইটার পাইলট হিসাবেও তিনি পরিচিত ছিলেন। এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি ভাইস চিফ মার্শাল হিসাবে নিয়োজিত হওয়ার আগে একাধিক কমান্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এর আগে এয়ার মার্শাল সন্দীপ সিংয়ের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন এয়ার মার্শাল অমর প্রীত সিং। তখন তিনি সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।