দেশ

বড়দিনের আগে ব্র্যান্ড নিউ বিমানে যাত্রী পরিষেবা এয়ার ইন্ডিয়ার

বড়দিনের আগে মেগা উপহার। ফরাসি সংস্থা এয়ারবাসের তৈরি ওয়াইড বডি A350-900 মডেলের বিমান এবার হাতে পেতে চলেছে এয়ার ইন্ডিয়া। শনিবার এই উড়ানের দিল্লির রানওয়ে ছোঁয়ার কথা রয়েছে। নতুন অতিথিকে স্বাগত জানাতে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে টাটা গোষ্ঠীর বিমান পরিষেবা সংস্থা। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার ফ্লিটে যুক্ত হবে এই মডেলের মোট ৬টি উড়ান। যা প্রথম পর্যায়ে স্বল্প দূরত্বে চালানো হবে বলে জানিয়েছে বেসরকারি উড়ান সংস্থা। এদিন ওয়াইড বডি এয়ারবাস A350-900 বিমানের দিল্লিতে নামার খবর সংবাদমাধ্যমকে জানান এয়ার ইন্ডিয়ার প্রধান ক্যাম্পবেল উইলসন। তাঁর কথায়, ‘নতুন বিমান দেখার জন্য মুখিয়ে আছি। আমরা খুবই উত্তেজিত।’ শুধু তাই নয়, এদেশে প্রথমবার যাত্রী পরিবহণে এই মডেলের বিমানগুলি ব্যবহার হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।