দেশ

জয়সলমেরে সরানো হচ্ছে কংগ্রেস বিধায়কদের

কয়েকদিন পরই রাজস্থানে বিধানসভা অধিবেশন । অধিবেশনে হতে পারে আস্থা ভোট । অধিবেশন শুরুর আগে আজ প্রায় ১০০ জন কংগ্রেস বিধায়ককে বিশেষ বিমানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জয়সলমেরে । কারণ গেহলতের অভিযোগ, বিধায়ক কেনার দর বাড়ছে ৷ অশোক গেহলতের বিরোধিতা করেছিল পাইলট শিবির । সেই সময় থেকেই প্রায় ১০০ জন বিধায়ককে জয়পুরের একটি হোটেলে রাখা হয় । আজ তাঁদের আবার জয়সলমের নিয়ে যাওয়া হচ্ছে । সেখানে একটি হোটেলে রাখা হবে তাঁদের । বিধানসভা শুরুর আগে ১৪অগাস্ট পর্যন্ত বিধায়কদের জয়সলমেরেই রাখা হবে ।