বিনোদন

শুটিংয়ের সময় চোখে চোট পেলেন অজয় দেবগন

বলিউড পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্স নিয়ে দর্শক মহলে এক আলাদাই উন্মাদনা রয়েছে। বর্তমানে পরিচালক তাঁর আসন্ন কপ ইউনিভার্স ছবি সিঙ্ঘম এগেন-এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে স্টার কাস্টে ভরিয়ে দিয়েছেন রোহিত। একাধারে রয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ । এর পাশাপাশি আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান। মুম্বইয়ে ছবির শুটিং চলাকালীন চোখে চোট পেয়েছেন অভিনেতা অজয় দেবগন। যার কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত কিছুদিনের জন্যে ছবির শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে। সাধারণত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ে অভিনেতারা নিজেদের বডি ডবল (অবিকল একই চেহারার অন্য ব্যক্তি) ব্যবহার করেন। কিন্তু অজয় নিজের বডি ডবল ব্যবহারে খুব একতা অভ্যস্ত নন। ছবিতে নিজের অ্যাকশন দৃশ্যের শুট তিনি নিজে করতেই পছন্দ করেন। সিঙ্ঘম এগেন-এর সেটে একটি অ্যাকশন দৃশ্যে শুটিং চলাকালীনই চোখে চোট পান অজয়। শুটিং থামিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। জানা যাচ্ছে, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে আপাতত কিছুদিন শুটিং থেকে বিরাম নেবেন অভিনেতা। সূত্রের খবর, এই বছরের জন্যে স্থগিত রাখা হয়েছে শুটিং। আগামী বছর পুনরায় শুরু হবে সিঙ্ঘম এগেন-এর।