দেশ

‘আমিই সভাপতি’, এনসিপি প্রধানের পদ থেকে কাকা শরদ পওয়ারকে হঠিয়ে ঘোষণা ভাইপো অজিতের

দলের অধিকাংশ বিধায়কের সমর্থন হাসিল করার পরেই  কাকা শরদ পওয়ারকে এনসিপির প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিলেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা অজিত পওয়ার। বুধবার বিকেলে তিনি এনসিপির পদ থেকে দলের প্রতিষ্ঠাতা সভাপতিকে হঠানোর পরে গর্জন ছেড়েছেন ‘আমিই দলের সভাপতি। শরদ পওয়ার আর দলের সঙ্গে যুক্ত নন।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শেষ পর্যন্ত শিবসেনার মতোই এনসিপির অধিকার ও প্রতীক নিয়ে কাকা-ভাইপোর লড়াই আদালতে গড়ানো সময়ের অপেক্ষা। দলে ভাঙন ধরিয়ে অনুগামীদের নিয়ে গত রবিবারই মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। আর তার ২৪ ঘন্টার মধ্যেই শক্তি প্রদর্শনে বুধবার আলাদা-আলাদা বৈঠক ডেকেছিল এনসিপির যুযুধান দুই গোষ্ঠী। যদিও দলের প্রতিষ্ঠাতা সভাপতি শরদ পওয়ারকে শক্তির নিরিখে টেক্কা দিয়ে গিয়েছেন ভাইপো অজিত। যেখানে মরাঠা স্ট্রংম্যানের বৈঠকে মাত্র ১৩ এনসিপি বিধায়ক হাজির ছিলেন, সেখানে অজিতের পাশে দাঁড়িয়েছেনম দলের ৩৫ বিধায়ক। আর শক্তি প্রদর্শনের প্রথম রাউন্ডে বাজিমাত করার পরেই কাকা শরদ পওয়ারকে শায়েস্তা করার পথে হেঁটেছেন ভাইপো। ইতিমধ্যেই ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত জাতীয় নির্বাচন কমিশনের কাছে এক চিঠি পাঠিয়ে নিজেকে এনসিপি সভাপতি হিসেবে দাবি করেছেন অজিত পওয়ার। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, এনসিপির সভাপতি পদে আর নেই শরদ পওয়ার। ফলে তাঁর চিঠিকে যেন আর দলীয় চিঠি বলে গণ্য না করা হয়। সেই সঙ্গে দলের প্রতীক ঘড়ি যাতে শরদ গোষ্ঠী না ব্যবহার করতে পারেন সেই অনুরোধও জানিয়েছেন। যদিও অজিতের দাবিকে গুরুত্বই দিতে চাননি শরদ।