বিনোদন

দুবাইতে রেসিং প্রতিযোগিতায় গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী অভিনেতা অজিত কুমার

 গাড়ির গতিবেগ ছিল ১৮০ কিলোমিটার। দুবাইতে রেসিং প্রতিযোগিতায় গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী অভিনেতা অজিত কুমারের গাড়ি। তবে অভিনেতার ম্যানেজার সুরেশচন্দ্র কুমার জানাচ্ছেন, দুঘর্টনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অভিনেতা অক্ষতই আছেন। তবে আরেকটু হলে প্রাণও যেতে পারত তাঁর। জানা যাচ্ছে, ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪H দুবাঅ ২০২৫-এ যোগ দিতে গিয়েছিলেন অজিত কুমার। এই প্রতিযোগিতার নিয়ম হল ২৪ ঘণ্টার রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। তারই অনুশীলন চলছিল। সেসময় ১৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন অজিত। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে উল্টে পাল্টে যেতে দেখা যায় গাড়িটিকে। গাড়ি থেকে ধোঁয়াও বের হতে থাকে। তবে গাড়ি থামা মাত্রই সেখান থেকে বের হয়ে আসেন অভিনেতা। এই ভিডিয়ো সামনে আসতেই চিন্তু হয়ে পড়েন অজিত কুমারের অনুরাগীরা। তবে সৌভাগ্যক্রমে অজিত কুমারের কোনওরকম আঘাত লাগেনি। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে তাঁর প্রাণও যেতে পারত বলে মনে করেছেন অনেকেই।