নির্বাচনের ফল ঘোষণার আগেই ইভিএম কারচুপির অভিযোগ তুললেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, বারাণসীতে সমাজবাদী পার্টির জোট সঙ্গী এসবিএসপি-এর সদস্যরা একটি ইভিএম ভর্তি গাড়ি আটক করেন। যদিও নির্বাচন কমিশন বলছে, এই ইভিএম গুলির সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও যোগ নেই, ওগুলি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়।কমিশনের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয়েছে, যে ভিডিও দেখিয়ে ইভিএম কারচুপির অভিযোগ অখিলেশ করছেন, সেগুলি যে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়, সেটি ইভিএম-এর গায়ে সাঁটা স্টিকার দেখলেই স্পষ্ট বোঝা যাবে। পাশাপাশি, কমিশনের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচনে ব্যবহৃত সমস্ত ইভিএম স্ট্রং রুমে রয়েছে। সেগুলির নিরাপত্তার দিকে খেয়াল রাখছে সিআরপিএফ, তাই এ প্রশ্ন তোলা অবান্তর।