বিনোদন

প্রকাশ্যে এলো অক্ষয় কুমারের স্কাই ফোর্সের ট্রেলার 

হাই-ফ্লাইং অ্যাকশন নিয়ে হাজির বায়ুসেনার অফিসার অক্ষয় কুমার ৷  স্কাই ফোর্সের ট্রেলারে অক্ষয় কুমারের সংলাপ শরীরে শিহরণ জাগাবে ৷ সঙ্গে লতা মঙ্গেশকরের ‘ইয়ে মেরে বতন কে লোগো’ গান দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে কিছুটা পিছনে ৷ ছবির ট্রেলারের প্রতিটি পরত রোমহর্ষক ৷ স্কাই ফোর্স ছবির গল্প ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রথম এবং মারাত্মক বিমান হামলাকে কেন্দ্র করে আর্বতিত ৷ এটি একটি অ্যাকশন-প্যাকড দেশাত্মবোধক ছবি । স্কাই ফোর্সে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার ৷ তাঁকে দেখা যাবে ভারতীয় বায়ুসেনার অফিসার হিসাবে ৷ ছবিটিতে পাকিস্তানি বিমান ঘাঁটি সারগোধায় ভারতীয় বায়ুসেনার হামালাকে তুলে ধরা হবে । স্কাই ফোর্স ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর ৷ স্কাই ফোর্স সেনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি, যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অত্যন্ত সুরক্ষিত সারগোধা ঘাঁটিতে একটি সাহসী বিমান হামলা চালায় । ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে বীর পাহাড়িয়াকে ৷ এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি ৷ তাঁকে ছবিতে স্কোয়াড্রন লিডার আজমাদা বোপপাইয়া দেবায়া চরিত্রে দেখা যাবে ৷ আজমাদা বোপপাইয়া দেবায়া হলেন একজন ফাইটার পাইলট ৷ যিনি মিশনের সময় তাঁর সাহসিকতার জন্য মরণোত্তর মহাবীর চক্রে ভূষিত হন । তাঁদের পাশাপাশি অভিনেত্রী নিমরত কৌর এবং সারা আলি খান মুখ্য ভূমিকায় রয়েছেন এই ছবিতে ৷ সারা আলি খান ছবিতে বীর পাহাড়িয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন । ট্রেলারটি ছবির গল্পের মূল আবেগকে প্রকাশ করে ৷ কারণ বীর পাহাড়িয়ার চরিত্রটি মিশনের সময় নিখোঁজ হয়ে যায় ৷ তবে অক্ষয় কুমার বিশ্বাস করে তিনি বেঁচে আছেন ৷ তাঁর খোঁজ শুরু হয় ৷ শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যায় কি না, সেটা ছবি মুক্তি পেলে জানা যাবে ৷ স্কাই ফোর্স শুধুমাত্র রোমাঞ্চকর কর্মকাণ্ডকে তুলে ধরে না, বরং যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় ও বীরত্ব তুলে ধরে ৷