বিনোদন

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’-র শ্যুটিয়ে ফিরলেন আলিয়া

অভিনেত্রী আলিয়া ভাট ফের কাজে ফিরলেন। মুম্বইয়ের সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’-র জন্য আবার কাজ শুরু করেছেন তিনি। লকডাউনের জন্য এই ছবির কাজ সম্পূর্ণ করা যায়নি। মার্চ মাসে দেশে করোনা প্যানডেমিক থাবা বসানোর আগেই সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি’-র শ্যুটিং শুরু করেছিলেন আলিয়া। কিন্তু ২৫ মার্চ থেকে সারা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পরই বন্ধ হয়ে যায় শ্যুটিংয়ের কাজ। অবশেষে প্রায় ৭ মাস পর সেটে ফিরলেন আলিয়া। সূত্রের খবর, লকডাউন শুরু হওয়ার আগে রাতের দৃশ্যগুলির শ্যুটিং করেছেন সঞ্জয় লীলা বনশালী। দৃশ্যের ধারাবাহিকতায় যাতে কোনও সমস্যা না দেখা দেয়, তা নিশ্চিত করতেই ঠিক যেখানে বন্ধ হয়েছিল শ্যুটিং সেখান থেকেই শুরু করেছেন পরিচালক। ১ অক্টোবর থেকে প্রায় প্রতিদিনই আলিয়া ভাট এবং ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা সন্ধে ৭টায় রিপোর্ট করেন সেটে। শ্যুটিং চলে ভোরের আলো ফোটা পর্যন্ত। জানা গিয়েছে, বর্ষার আগে এলাহি সেটের সিংহভাগ খুলে ফেলা হলেও, কামাথিপুরার আদলে তৈরি সেটটি একই রাখা হয়েছে। তাতে কোনও রদবদল করা হয়নি। ফলে শ্যুটিং শুরু করতে কোনও সমস্যায় পড়তে হয়নি পরিচালককে। করোনা স্বাস্থ্যবিধি মেনেই কাজ চলছে সেটে।