কলকাতা

আগামীকাল অর্ধদিবস ছুটি, রাজ্যে ১৫ দিন বাজবে লতা মঙ্গেশকরের গান ঘোষণা মুখ্যমন্ত্রীর

লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সমস্ত সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে সুরসম্রাজ্ঞীর গান বাজবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে, কেন্দ্রও রবিবার ও সোমবার দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।এই দু’দিন গোটা দেশে জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত শিল্পীর। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল।’ গভীর শোকপ্রকাশ করে মমতা লেখেন, ‘এই বিশ্বে তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীর মতো আমিও শিল্পীর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। আমি কৃতজ্ঞ যে বাংলা ও পূর্বভারতের শিল্পীরা মনেপ্রাণে আপন করে নিয়েছেন, যার জন্য কৃতজ্ঞ থাকব।’