ভিড় সামলাতে শিয়ালদা উত্তর শাখার সমস্ত লোকাল ট্রেনকে ১২ কোচ করার পরিকল্পনা। এই উদ্দেশ্যে চারটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য় বৃদ্ধির সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১২ বগির লোকালের সুবিধা অবশ্য পাচ্ছেন শিয়ালদা দক্ষিণ শাখা ও হাওড়া ডিভিশনের যাত্রীরা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সম্প্রতি জনসংযোগে নামেল পূর্ব রেলের কর্তারা। উল্লেখ্য, অফিস টাইমে হাওড়া ডিভিশনে যে লোকালগুলি চলে তার বেশিরভাগই ১২ কোচের। শিয়ালদা দক্ষিণ শাখায় এই সুবিধা থাকলেও শিয়ালদা মেইন ও উত্তর শাখায় তা চালু করা যায়নি।