ভারত-পাকিস্তান সংঘর্ষ স্থগিতে মধ্যস্থতার দাবি একাধিকবার তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ নির্বাচনের আগে বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলছে ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিদের এখনও গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ এর সঙ্গে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি ৷ আগামিকাল থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ এই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে বিরোধীদের এই একাধিক প্রশ্নবাণে ৷ অধিবেশনের আগের দিন রবিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু অবশ্য আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় সরকার নিয়ম মেনে এবং চিরাচরিত প্রথা অনুযায়ী সব প্রশ্নের উত্তর দেবে ৷ তবে এই অধিবেশন সফল করার দায়িত্ব বর্তায় বিরোধী শিবিরের উপরেও ৷ এছাড়া, এই অধিবেশনেই সংসদে বিচারপতি যশবন্ত ভার্মাকে অপসারণের জন্য ইমপিচমেন্ট নোটিশ পেশ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইমপিচমেন্টের নোটিশে ইতিমধ্যে একশো জন সাংসদ স্বাক্ষর করেছেন ৷ তিনি বলেন, “স্বাক্ষর সংগ্রহের কাজ চলছে ৷ এর মধ্যে একশো জনেরও বেশি স্বাক্ষর করেছেন ৷” কবে এই অপসারণের প্রস্তাব পেশ করা হবে, তা ঠিক করবে বিজনেস অ্যাডভাইজরি কমিটি ৷ বাদল অধিবেশনের আগে প্রথা অনুযায়ী সর্বদল বৈঠকের ডাক দেয় কেন্দ্রীয় সরকার ৷ রবিবার এই বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ এই প্রসঙ্গে বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের বলেন, “আমরা অপারেশন সিঁদুর-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করতে আগ্রহী ৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের প্রশ্নের যথোপযুক্ত জবাব দেবে ৷” তাঁর কথায়, “বিরোধী শিবিরের ৫৪ সদস্য এদিনের সর্বদল বৈঠকে অংশ নিয়েছে ৷ এই বৈঠক সদর্থক হয়েছে ৷ সব দলের নেতারা তাঁদের বক্তব্য জানিয়েছেন ৷ আমরা সেগুলি নথিবদ্ধ করেছি ৷ আমরা অনুরোধ করেছি, সবাই যেন অধিবেশন সফল করার বিষয়টি নিশ্চিত করে ৷ শান্তিপূর্ণভাবে অধিবেশন চালানোটাই গুরুত্বপূর্ণ ৷ আমরা হয়তো বিভিন্ন দল ও মতাদর্শের সদস্য, কিন্তু অধিবেশন ফলপ্রসূ করে তোলাটা আমাদের সকলের দায়িত্ব ৷” তিনি জোর দিয়ে জানান, কেন্দ্রীয় সরকার সংসদে নিয়ম ও চিরাচরিত রীতি মেনে সবরকম ইস্যু নিয়ে আলোচনা করতে সম্মত ৷ এদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানান, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিতে দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চায় ৷ জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে কেন জঙ্গি হামলা হল ? এর নেপথ্যে নিরাপত্তার অভাব রয়েছে ৷ চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) চলছে ৷ আম আদমি পার্টি (আপ)-এর রাজ্যসভার সংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিহারে এসআইআর-এর নামে ভোট নিয়ে দুর্নীতি হচ্ছে ৷ ট্রাম্পের দাবি তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ স্থগিত করা নিয়ে মধ্যস্থতা করেছেন ৷ একটি প্রশ্নের উত্তরে তিনি কটাক্ষ করেন, ‘ইন্ডিয়া’ জোট শুধুমাত্র লোকসভা ভোটের জন্য জোট বেঁধেছে ৷ কিন্তু আপ নিজেই বিধানসভা নির্বাচন লড়েছে ৷ বিজেডি’র সাংসদ সস্মিত পাত্র জানান, রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলার ব্যর্থতার দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার ৷ সংসদে এনিয়ে বিতর্ক হওয়া উচিত ৷ এদিন কংগ্রেস জানিয়েছে, বাদল অধিবেশনে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি তুলবে তারা ৷ দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে কি প্রধানমন্ত্রী মোদি সংসদে মিথ্যা ভাষণ দিয়েছিলেন ? সংসদের আসন্ন অধিবেশনে ইন্ডিয়া জোট জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি তুলবে ৷” ২১ জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশন শেষ হবে ২১ অগস্ট ৷ এই অধিবেশনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে ২১ দিন অধিবেশন হবে ৷


