কলকাতা

বুধবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ নভেম্বর থেকে। তার আগে বুধবার রাজ্য বিধানসভায় হতে চলেছে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে এই অধিবেশনে আলোচনার প্রস্তাব দিতে পারে বিরোধী দলগুলি। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আসন্ন শীতকালীন অধিবেশনে দুটি বিল আনা হতে পারে। তার মধ্যে একটি বিল পুর নিগমগুলিতে দুটি ডেপুটি মেয়র পদ সৃষ্টির জন্য। বিলটি পাশ হলে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর পুর নিগমে দু’জন করে ডেপুটি মেয়র হবেন। বর্তমানে আসানসোলে দু’জন ডেপুটি মেয়র রয়েছেন। রাজ্য সরকার আরেকটি বিল আনতে পারে বাড়ির নকশা, মিউটেশনের সময়সীমা কমিয়ে আনা সংক্রান্ত বিষয়ে। তবে এই বিলগুলি অধিবেশনে আনা হবে কি না তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পষ্ট হবে। বিধানসভায় শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলি ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে সরব হবে, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অধিবেশন নিয়ে বিরোধী দলগুলির প্রতি বার্তা দিয়েছিলেন, যাতে সুষ্ঠুভাবে অধিবেশন সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য।