কলকাতা

বাড়ি গিয়ে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযোগে সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই

 বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার এসআই’কে। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, এক গৃহবধূ গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য চাইতে এলে তাঁকে কুপ্রস্তাব দেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম আইনুল হক। তিনি হরিদেবপুর থানায় এসআই পদে কর্মরত। সম্প্রতি এক গৃহবধূ গার্হস্থ্য হিংসা সংক্রান্ত বিষয়ে হরিদেবপুর থানায় আইনি সাহায্য চাইতে যান। সেই সময় থানায় ডিউটি অফিসার হিসাবে ছিলেন আইনুল হক। মহিলার সঙ্গে কথা বলে তাঁর ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা নেন ওই পুলিশ কর্মী। এরপর থানায় কোনওরকম না জানিয়ে গত সোমবার অভিযোগকারী মহিলার বাড়িতে চলে যান আইনুল হক। অভিযোগ, সেখানে গিয়ে ওই মহিলাকে কুপ্রস্তাব দেন এসআই। পুলিশ কর্মীর এমন প্রস্তাবে হতবাক হয়ে যান অভিযোগকারী মহিলা। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ফোন করে লালবাজারে জানান। হরিদেবপুর থানায়ও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। অভিযোগ পেয়ে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ওই সাব ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয় পুলিশের তরফে।  অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে হরিদেবপুর থানার তরফে।