জেলা

পরকীয়ার কথা জেনে যাওয়ায় স্ত্রী ও সাত মাসের কন্যাকে খুন, ধৃত অভিযুক্ত স্বামী সহ ২

নিজের বৌদির সঙ্গে পরকীয়া সম্পর্কে মেতেছিলেন স্বামী। স্বামী অন্য সম্পর্কে জড়িয়েছে তা জেনে যাওয়ায় খুন হতে হল বছর ২৩ এর সোনম খাতুনকে। শুধু তাই নয় সাত মাস বয়সী শিশুকন্যাকেও খুনের অভিযোগ উঠেছে অভিযুক্ত স্বামী শেখ সলমনের বিরুদ্ধে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শেখ সলমনের বাড়ি থেকে সোনম খাতুনের বাপের বাড়িতে ফোন যায়। যেখানে সোনম খাতুনের বাবা মঈনুদ্দিন আলিকে বলা হয় শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যা করেছেন সোনম। এই খবর পেয়ে দ্রুত সোনমের শ্বশুরবাড়িতে যান তাঁর বাবা ও পরিবারের লোকজন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কন্যাসন্তান-সহ সোনমের নিথর মৃতদেহ পড়ে রয়েছে। সোনমের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, জামাই অর্থাৎ শেখ সলমন তাঁর বৌদির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই কারণে পথের ‘কাঁটা’ সরাতে নিজের শিশুকন্যা এবং স্ত্রী সোনমকে খুন করেছে সলমন। শুধু তাই নয় খুনে মদত দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সলমনের বৌদি, মা এবং বোনের বিরুদ্ধেও। মহিষাদল থানার পুলিশ অভিযুক্ত শেখ সলমন সহ দুজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমন। ২ বছর আগে তমলুক এলাকার বাসিন্দা সোনম খাতুনের (২৩)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়।