এমফিলের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যেই যাদবপুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন ওই ছাত্রী। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই ছাত্রীর অভিযোগ, তাঁর গবেষণা ইচ্ছাকৃতভাবে দেখতে দেরী করছিলেন অভিযুক্ত অধ্যাপক। কারণ জানতে চাওয়া হলে ছাত্রীকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান। তারপরেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা বলে অভিযোগ। অধ্যাপকের অভিসন্ধি বুঝতে পেরে কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন নিগৃহীতা। ছাত্রীর অভিযোগ অনুযায়ী, ওই অধ্যাপক আগেও তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারের কাজেও অভিযোগ জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।