মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এবার মুম্বইয়ের সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা বিস্ফোরক চিঠিতে তিনি দাবি করেছেন, বড়সড় দুর্নীতিতে যুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুকেশ আম্বানির বাড়ির সামনে বোমাতঙ্ক কাণ্ডে ধৃত পুলিশ অফিসার শচীন ভাজের সঙ্গে দেশমুখের সম্পর্ক ছিল বলে অভিযোগ তাঁর। এমনকী শচীনকে মাসে ১০০ কোটি টাকার তোলাবাজির টার্গেট বেঁধে দিয়েছিলেন দেশমুখ। পরমবীরের চিঠির জেরে উত্তাল মহারাষ্ট্র। চিঠিতে প্রাক্তন কমিশনার লিখেছেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাজেকে দিয়ে মাসে ১০০ কোটি টাকা তুলতেন। এই টার্গেট পূরণ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ভাজেকে শহরের ১৭৫০টি বার, রেস্তরাঁ এবং অন্য প্রতিষ্ঠান থেকে আদায় করতে বলেছিলেন। প্রত্যেকটির কাছ থেকে ২-৩ লক্ষ টাকা করে তুললেও মাসে ৪০-৫০ কোটি টাকা উঠত। বাকি টাকা অন্য ভাবে আদায় করতেন স্বরাষ্ট্রমন্ত্রী।” চিঠিতে পরমবীর এটাও উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে উদ্ধব ঠাকরেকে এই বিষয়ে আগেও অবগত করেছিলেন তিনি।