জেলা

আসানসোলে উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী শ্রীদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ৷ তৃণমূলের পোলিং এজেন্ট এই অভিযোগ করেছেন ৷ খবর পেয়ে ভোট কেন্দ্রে যায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ৷ তাঁরা ওই ওয়ার্ডের প্রতিটি বুথ পরিদর্শন করেন ৷ কোথাও অকারণ জমায়েত দেখলে তা সরিয়েও দিতে দেখা যায় পুলিশ কর্মীদের ৷ তবে, ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পাল্টা শাসকদলের বিরুদ্ধে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ এনেছেন ৷