ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। বুধবার ওকলাহোমার তুলসায় হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালাল এক বন্দুকবাজ। হামলাকারীর গুলিতে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। পরে পুলিসের গুলিতে বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। আমেরিকায় এক সপ্তাহে দ্বিতীয়বার এমন বন্দুক হামলার ঘটনা ঘটল। যার ফলে আমেরিকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, টুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতালের নাতালি বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে এক ব্যক্তি। সেখানে মূলত ডাক্তারদের অফিস রয়েছে। হাসপাতালে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। কিন্তু তত ক্ষণে চার জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অনেকেই। তবে কী কারণে এই হামলা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। আর কোনও হামলাকারী সেখানে লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করা হয়েছে। পুলিস ক্যাপ্টেন রিচার্ড মুলেনবার্গ জানিয়েছেন, হাসপাতাল চত্বরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই আহত হয়েছেন। মাত্র কয়েক দিন আগেই আমেরিকার টেক্সাসে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়ার। রব এলিমেন্টারি স্কুলের ওই ঘটনায় আমেরিকার আইনকানুন নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তারপর আবার হাসপাতালে গুলি চালানোর ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন উস্কে দিচ্ছে।