দেশ

আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে সীমা সুরক্ষা বলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আসতে চলেছেন তিনি। যোগ দেবেন প্যারেডেও। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি আসতে চলেছেন রাজ্যে। শুধুমাত্র শিলিগুড়িতে সীমা সুরক্ষা বলের অনুষ্ঠানেই যোগ দেবেন না তিনি, এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতে চলেছে সেখানেও তিনি যোগদান করবেন বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেবার বঙ্গ বিজেপিকে স্বরাষ্ট্রমন্ত্রী ১ কোটি সদস্য সংগ্রেহের টার্গেট বেঁধে দিয়েছিলেন। এবার বঙ্গ সফরে এসে সেই বিষয়ে পরবর্তী কোন পদক্ষেপ গ্রহণ করেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকেও নজর থাকবে। সীমা সুরক্ষা বলয়ের ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির রানিডাঙ্গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে ওই প্যারেডে অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনী হতে চলেছে বলে জানা যাচ্ছে। বাংলা এখন উত্তপ্ত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, আর সেই আবহেই বাংলায় আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল।