দেশ

‘অযোধ্যা দিবসে কালো পোশাকে প্রতিবাদ’, কংগ্রেসকে তোপ অমিত শাহের

মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে শুক্রবার পথে নেমেছিল কংগ্রেস ৷ প্রতিবাদের প্রতীক হিসেবে দলের নেতা থেকে শুরু করে সাংসদের পরনে ছিল কালো পোশাক ৷ এবার তা নিয়েই কংগ্রেসকে কড়া কটাক্ষ করল গেরুয়া শিবির ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো অনেকেই প্রতিবাদে সরব হলেন ৷ কালো পোশাক পরার বিষয়টিকে তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন শাহ ৷ দু’বছর আগে এদিনই রাম জন্মভূমির শিল্যানাস হয় ৷ অযোধ্যায় গিয়ে ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী ৷ এরপর শুরু হয় রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া ৷ এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কালো পোশাক পরে আন্দোলনে নেমে কংগ্রেস ওই শিল্যানাস অনুষ্ঠানের বিরোধিতা করে তুষ্টিকরণের রাজনীতির বার্তা দিল ৷” অন্যদিকে অযোধ্যা দিবসে এভাবে কালো পোশাক পরায় রামভক্তদের অপমান করা হয়েছে বলে মনে করেন যোগী । 5 অগস্ট তারিখটিকে অযোধ্যা দিবস হিসেবে পালন করা হয় ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ আলোর মালায় সেজে উঠেছিল অযোধ্যা ৷ কিন্তু সেদিনই কালো পোশাক পরে পথে নেমে দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল কংগ্রেস ৷