আজ ‘মোদি ভ্যান’–এর সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে বিজেপি যে ‘সেবা হি সংগঠন’ কর্মসূচি নিয়েছে তারই অংশ এই ভ্যান। বিজেপির জাতীয় সম্পাদক বিনোদ সোনকার পরিচালিত কৌশাম্বী বিকাশ পরিষদের তত্ত্বাবধানেই এই ভ্যানটি পরিচালিত হবে। জানা গেছে, প্রতিটি ভ্যানে একটি ৩২ ইঞ্চি টিভি ও হাইস্পিড ইন্টারনেট থাকবে। এর সাহায্যে ‘মন কি বাত’–এ প্রধানমন্ত্রীর ভাষণ–সহ বিভিন্ন সভায় তাঁর বক্তৃতা প্রচারিত হবে। এছাড়াও ওই গাড়িতে থাকবে টেলিমেডিসিন। একইসঙ্গে দূষণমুক্ত পরিবেশ ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে সকলকে সতর্ক করা হবে ওই ভ্যান থেকে।