অমিত শাহ মিথ্যেবাদী। দেশকে এবং দেশের মানুষকে তাঁর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছেন শাহ। এই মিথ্যে প্রচারে কোনও দিনই মন গলবে না বাংলার মানুষের। তাই অমিত শাহের এই মিথ্যের প্ররোচনায় পা দেবেন না বাংলার মানুষ। বলছেন অভিনেত্রী -সাংসদ নুসরত জাহান। তিনি স্পষ্ট করেছেন যে, শাহকে বাংলার মানুষ বিশ্বাস করবেন না কোনওদিন। রাজ্যে অমিত শাহের সফরের ঘোর বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, দুই একটি রাজনৈতিক দল নিয়মিত মহামারী আইন লঙ্ঘন করে মিটিং-মিছিল করছে। এবং পুলিশ বাধা দিতে গেলে তাদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে। এদিকে তৃণমূল দল অমিত শাহের এই সফর নিয়ে জোরদার নেতিবাচক প্রচার শুরু করেছে। সোশ্যাল মিডিয়াকেও এই প্রচারের হাতিয়ার করেছেন দলীয় নেতারা। অমিত শাহের বাংলা সফরের বিরোধীতা করে নেতা-কর্মীর তৈরি করে ফেলেছেন #BanglaBirodhiAmitShah স্লোগান। যাতে শামিল হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানও। নিজের ট্যুইটারে তিনি অমিত শাহকে মিথ্যেবাদী বলেছেন।অনেকগুলি ইংরেজি অক্ষর পাশাপাশি বসিয়ে একটি কার্ড বানানো হয়েছে। যার মধ্যে এক একটি অর্থপূর্ণ শব্দ রয়েছে। এক অমিত শাহকে বর্ণনা করে এমন অনেক বিশেষণ রয়েছে এই শব্দগুলির মধ্যে। যা অবশ্যই নেতিবাচক। এক নজরে কোন শব্দ চোখে পড়ে, তাই জিজ্ঞাসা করা হয়েছে। এক্ষেত্রে নুসরতের নজরে এসেছে লায়ার শব্দটি, যার মানে মিথ্যেবাদী।