কলকাতা

‘২০২৪-এ এতো আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি’, বার্তা অমিত শাহের

২৬-এ এখানে বিজেপির সরকার গড়তে হলে, ২৪-এ এর ভিত তৈরি করতে হবে

লক্ষ্য ২০২৪। সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন অমিত শাহ ৷ এদিন বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, বাংলার আওয়াজ কোথায় গেল? তিনি বলেন, ধর্মতলার পবিত্র জমিকে, বাংলার এই পবিত্র জমিকে শুরুতেই প্রণাম জানাই। এই মাটি দেশকে সর্বদা দিশা দেখিয়েছে। আমি শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই। বাংলার ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, ‘‘২৬-এ এখানে বিজেপির সরকার গড়তে হলে, ২৪-এ এর ভিত তৈরি করতে হবে ৷ মোদিজিকে বাংলা থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে ৷’’এ দিন আধঘণ্টার কিছু কম সময় ধর্মতলার ওই মঞ্চে ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে এসে তিনি দাবি করেন, ‘‘২৬-এর ভোটে দুই তৃতীয়াংশ আসনে বিজেপি জিতে সরকার গড়বে ৷’’ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বাংলার মানুষ ও বিজেপি কর্মীদের বুঝিয়ে দিলেন ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিততেই হবে ৷ একই সঙ্গে জানিয়ে দিলেন, ২০২৬-এ ভোটে জেতার ভিত তৈরি করতে হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে ৷ ওই ভোটে জিতিয়ে আবার প্রধানমন্ত্রী করতে হবে নরেন্দ্র মোদিকে ৷ এদিন যেখানে অমিত শাহ সভা করেন, ন’বছর আগে তিনি ঠিক একই জায়গায় সভা করেছিলেন ৷ ফলে ভাষণের শুরুতেই তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘২০১৪ সালে এখানে এসেছিলাম ৷ এই জায়গা থেকে তৃণমূলকে হঠানোর কথা বলেছিলাম বিজেপির সভাপতি হিসেবে ৷ বাংলায় ১৮টি লোকসভা ও ৭৭টি বিধানসভা আসন দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন পরবর্তী সরকার বিজেপিরই হবে ৷’’ এর পরই অন্য কয়েকটি প্রসঙ্গে উত্থাপন করেই আবার ফিরে যান ভোটের লড়াইয়ে ৷ এর পরই তিনি মনে করিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনের কথা ৷ অমিত শাহ বলেন, ‘‘তার আগে ২৪-এর ভোটে ৷ এত সিট দিন, যে শপথের পর মোদিজি বলতে পারেন আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি ৷’’উল্লেখ্য, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদি প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন, সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মাত্র দু’টি আসন (আসানসোল ও দার্জিলিং) জিতেছিল ৷ কিন্তু পাঁচ বছর পর সেই সংখ্যাটা বেড়ে হয় ১৮ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের চ্যালেঞ্জ, ”আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে। চলতি বছরের এপ্রিলে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে আগামী লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫ আসন জয়ের লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন অমিত শাহ ৷ এ দিন অবশ্য কোনও সংখ্যা তাঁর মুখে শোনা যায়নি ৷ তবে বাংলায় বিজেপি ভালো ফল করবে বলেই মনে করেন তিনি ৷ সেই কথা তাঁর ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ৷ তিনি বাংলায় বিজেপি কর্মীদের খুনের প্রসঙ্গ উত্থাপন করেছেন ৷ তিনি বলেন, ‘‘২১২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন ৷ আমাদের কর্মীরা আমাদের ভাইয়ের থেকে আপন ৷’’ এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাবে বলেও তিনি দাবি করেছেন ৷ বলেছেন, ‘‘২০২৪ এর নির্বাচন এলেই বুঝতে পারবেন ভোট দিয়ে কীভাবে রাজনৈতিক হত্যার বদলা নেওয়া যায় ৷’’তৃণমূলের সঙ্গে তিনি বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন ৷ অমিত শাহ বলেন, ‘‘বাংলার ভালো তৃণমূল ও কমিউনিস্টরা করতে পারবেন না ৷ কংগ্রেস এখন তৃণমূলের কাছে আশ্রয় নিয়েছে ৷ বাংলার ভালো একমাত্র বিজেপিই করতে পারবে ৷’ এদিন অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। তার পরেই একে একে বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ভাঙা গলায় শুভেন্দু পাঁচ মিনিটেই শেষ করলেন বক্তৃতা। সাড়ে তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদি আবার দেশের প্রধানমন্ত্রী হবেন, ধর্মতলার মঞ্চে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।