কলকাতা

‘সিএএ লাগু হবেই, কেউ আটকাতে পারবে না’, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

২০২৪ সালের লোকসভা নির্বাচন যখন আসন্ন, সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ফের শোনা গেল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র কথা ৷ বুধবার কলকাতার ধর্মতলায় বিজেপির সভা থেকে গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতা বললেন, ‘‘সিএএ লাগু হবেই ৷ কেউ আটকাতে পারবে না ৷’’ একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি ৷ ২০১৯ সালের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব আইন সংশোধন করেছিল মোদি সরকার ৷ সেই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের আগুন ছড়িয়েছিল ৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর সময় এগিয়েছে ৷ কিন্তু বলবৎ হয়নি সিএএ ৷ সামনে আরও একটা লোকসভা নির্বাচন ৷ তার

আগে এই আইন বলবৎ হবে ? এই প্রশ্ন বারবার উঠেছে ৷এ দিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির প্রতিবাদ সভার মঞ্চ থেকে সেই বিষয়টিই স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সিএএ দেশের আইন ৷ এটাকে কেউ আটকাতে পারবে না ৷ এটা আমরা লাগু করব ৷ যে হিন্দুরা ওখান (প্রতিবেশী দেশ) থেকে এসেছেন, তাঁদেরও এই দেশে সমান অধিকার আছে ৷’’ আর সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে অনুপ্রবেশের কথাও বলেন অমিত শাহ ৷ বাংলাকে সবচেয়ে পিছিয়ে দিয়েছে দিয়েছে দিদি ৷ দিদি বাংলাকে বরবাদ করে দিয়েছে ৷’’ কংগ্রেস ও মমতা রামমন্দির তৈরি আটকে রেখেছিলেন বলেও অমিত শাহ অভিযোগ করেন ৷ কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকায় সেই রামমন্দির তৈরি হচ্ছে বলে খবর ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘মোদিজি সবসময় বাংলার বিকাশ করতে চান ৷ মমতা বিকাশ করতে দিতে চান না ৷